জোড়া সেঞ্চুরিতে বড় পুঁজির পথে ইংল্যান্ড

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে মুখে চওড়া হাসি ফুটেছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের। ওল্ড ট্রাফোর্ড টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের প্রথম দুই সেশনে যে ইংলিশ ব্যাটসম্যানদের বেশ বিপদের মুখেই রেখেছিলেন ক্যারিবীয় বোলাররা।

২৯ রানে ২ আর ৮৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। তবে চতুর্থ উইকেটেই সব হিসেব নিকেশ উল্টে দেন ডম সিবলি আর বেন স্টোকস। আগের দিনই হাফসেঞ্চুরি তুলে নেন দুজন। ৩ উইকেটে ২০৭ রান নিয়ে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনে দুজনই পেয়েছেন সেঞ্চুরি। তাতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৩১৩ রান।

সিবলি-স্টোকস চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন আছেন ২৩২ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সিবলি। তবে খেলেছেন একদম সত্যিকারের টেস্ট। ৩৬১ বলে ১২০ রানের হার না মানা ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৫টি।

বেন স্টোকস অবশ্য ওত ধীরগতিতে এগোচ্ছেন না। ২৯২ বলে ১৩১ রানের ইনিংসের পথে ১৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কাও হাঁকিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। এটি তার ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি।