জে জে জাহিদ হাসানের “চিঠি”

 সিল্কসিটি সাহিত্য ডেস্ক:

একটা চিঠি লিখবো আকাশের নীল খামে
একটা চিঠি লিখবো অচেনা ঠিকানা অজানা নামে,

রংধনুর রং দিয়ে লিখবো আকাশ নামক খাতায়
চিঠিটা তুমি তুলে রেখো তোমার মনের স্মৃতির পাতায়।

চারপাশে প্রজাতির ডানা মধ্যে গোলাপ ফুল
কোকিল কন্ঠে পড়ে নিও হয় না যেন ভুল,

চাঁদ মামা আলো দেবে জোনাক আরো বেশি
চিঠিটা হবে এতো মধুর বিরহী প্রেমিকের মনেও ফুটবে হাসি।

পলকহীন দৃষ্টিতে পড়ে নিও আমার মনের কথা
র্নিদিদ্ধায় ক্ষমা করো যদি পেয়ে থাকো মনে ব্যাথা,

বাতাস হবে ডাক পিয়ন পৌঁছে দেবে তোমায়
চিঠি পড়ে নিরব থেকো না উত্তর দিও আমায়।

কলমেঃ জে জে জাহিদ  হাসান
শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, উপশহর রাজশাহী