জেল হত্যা দিবস: জাতীয় চার নেতার প্রতি নগর যুবলীগের শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

আজ ৩রা নভেম্বর। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময়, রক্তঝরা ও বেদনাবিধুর একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম. মুনসুর আলী, খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ. এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার  রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজশাহী মহানগর যুবলীগ। সকালে শহীদ চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামান হেনার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের  সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহানসহ অন্যান্য নেতা-কর্মীরা।