জেলা পর্যায়ে তৈরি হচ্ছে শিল্পকলা একাডেমি

সিল্কসিটিনিউজ ডেস্ক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি ও অডিটোরিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। আগামীতে উপজেলা পর্যায়েও এ কাজ শুরু হবে।

সুস্থ সংস্কৃতি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। আগের চেয়ে এখন অনেক বেশি সংস্কৃতি চর্চা হচ্ছে। বর্তমানে শুধু শহরেই নয় গ্রামাঞ্চলেও সংস্কৃতি চর্চা হচ্ছে, যোগ করেন মন্ত্রী।

বুধবার (২৭ ডিসেম্বর) গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় অনেকের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মকবুল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু, মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর,  মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এবং গাংনী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

বাংলানিউজ