জেনে নিন কীভাবে কাজ করে ফরাসি নির্বাচনী ব্যবস্থা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধী কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে আগামী পাঁচ বছরের জন্য ফরাসি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

নির্বাচনে ম্যাকরন পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী মারিন লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

কীভাবে কাজ করে ফরাসি নির্বাচনী ব্যবস্থা?

এই নির্বাচন দুটো ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল প্রথম ধাপে ১২ জন (৮ জন পুরুষ ও ৪ জন নারী) প্রার্থী অংশ নেয়। এতে কোনও প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাননি।ওই নির্বাচনে সবচেয়ে বেশি  ২৭.৯ শতাংশ ভোট পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। আর তার সবচেয় নিকটতম প্রতিদ্বন্দ্বী মারিন ল পেন পেয়েছিলেন ২৩.১ শতাংশ ভোট। ফলে এই দু’জনের মধ্যে দ্বিতীয় দফায় ২৪ এপ্রিল (রবিবার) ভোট অনুষ্ঠিত হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।

দ্বিতীয় দফায় নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন আগামী ১৩ মে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন