জীবনের শেষ খাবার অর্ডার করেছিলেন তিনি, অতঃপর…

ব্যস্ত জীবনে একটু স্বস্তির জন্য অনেকেই ফুড ডেলিভারি সার্ভিসের শরণাপন্ন হন। বিভিন্ন জনের কাছে খাবার পৌঁছে দিতে গিয়ে এসব ডেলিভারি সার্ভিসের কর্মীদের মুখোমুখি হতে হয় বিচিত্র অভিজ্ঞতায়।

এক গ্রাহকের কাছ থেকে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক ফুড ডেলিভারি সার্ভিসের কর্মী। ওই গ্রাহক তার জীবনের শেষ খাবারের অর্ডার করেছিলেন।

চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের হেনান প্রদেশের একটি ফুড ডেলিভারি সার্ভিসে এক ব্যক্তি তার ‘জীবনের শেষ খাবার’ উল্লেখ করে একটি অর্ডার দেন। ফুড ডেলিভারি সার্ভিসের কর্মী গ্রাহকের ঠিকানায় পৌঁছে দরজায় কড়া নাড়েন। কিন্তু কেউ সাড়া না দিলে অর্ডার দেওয়ার সময় গ্রাহকের অদ্ভূত নোটের কারণে ওই কর্মীর সন্দেহ হয়।

গ্রাহক দরজা না খুললে ডেলিভারি সার্ভিসের কর্মী পুলিশকে জানান। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আসার পরও তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এমনকি জানলা দিয়ে তিনি ঝাঁপ দেওয়ারও হুমকি দেন।

এরপর পুলিশ ওই ব্যাক্তিকে শান্ত করেন। একপর্যায়ে দমকল বাহিনীর কর্মীরা তার কক্ষে ঢুকে তাকে উদ্ধার করে আনেন।

পুলিশ উপস্থিত বুদ্ধিতে ওই গ্রাহকের প্রাণ বাঁচানোর জন্য ফুড ডেলিভারি সার্ভিসের কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন।

 

সূত্রঃ যুগান্তর