জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বার্টি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বিশ্ব র‌্যাংকিয়ের এক নম্বর স্থানে থেকেই সম্প্রতি টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে বার্টি। পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি টানার পর তিনি এখন শিশুদের জন্য সিরিজ গল্প লেখার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। গত মাসে ২৫ বছর বয়সে টেনিস থেকে বিদায়ের ঘোষণা দেন এই অস্ট্রেলিয়ান নাম্বার ওয়ান। বইয়ের নাম ও প্রকাশের সময়ও ঠিক হয়ে গেছে।

বইয়ের নাম ‘লিটল অ্যাশ’।

নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে ছয় খণ্ডের বইটি লিখেছেন বার্টি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজকর্পের সঙ্গে আলাপচারিতায় বার্টি জানিয়েছেন, বিখ্যাত প্রকাশনা সংস্থা হারপারকলিন্স থেকে আগামী জুলাইয়ে বের হবে বইয়ের প্রথম পর্ব। খেলা থেকে লেখালেখির জগতে ঢুকে রীতিমতো রোমাঞ্চিত বার্টি জানালেন, এমন কিছু করার স্বপ্ন সারা জীবনই দেখে এসেছেন তিনি। তার ভাষায়, ‘এই প্রকল্পটা যে কী মজার! আমি সব সময় এমন কিছু করতে চেয়েছি। ‘

বই লেখার পেছনে পাঁচ বছর বয়সী ভাতিজি লুসির কথা বলতেও ভুল করেননি বার্টি, ‘লুসি ছিল আমার ধ্রুবতারা। গল্প বা কাহিনি বোঝা ও বই পড়ার উপযুক্ত বয়স তার। সে কী ভাবে, কী চিন্তা করে এবং যখন কোনো বই পড়ে, তখন তার কেমন লাগে, এগুলো সে আমাকে বলে। আমার এটা ভালো লাগে। তাকে এবং শহরের বাইরের বাচ্চাদের বই পড়ে শোনানো দারুণ এক অভিজ্ঞতা হবে। আমি সত্যি এমন কিছুই করতে চেয়েছিলাম। ‘

আত্মজীবনী লেখার পরিকল্পনাও করেছেন বার্টি। তার ব্যক্তিগত জীবন ও ক্রীড়াজীবনের স্মৃতিকথা নিয়ে একই প্রকাশনী থেকে আগামী নভেম্বরে প্রকাশিত হবে সেই আত্মজীবনী। বই নিয়ে কথা বলতে গিয়ে বার্টি আবারও জানালেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই।  তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। গত কয়েক সপ্তাহ অনেক ভালো সময় কেটেছে। সত্যিই নিজের সিদ্ধান্তে আমি দারুণ খুশি। গত কয়েক সপ্তাহে আমি পরিবারের সকলের মুখে যে হাসি ও আনন্দ দেখেছি তা সত্যিই অসাধারণ। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ