জীবননাশের হুমকির মুখে ইমরান, নিরাপত্তা জোরদারের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন জীবননাশের হুমকির মুখে তিনি। গত শনিবার তিনি দাবি করেন, আমাকে হত্যারচেষ্টা চালানো হয়েছে। যদি আমার কিছু হয়ে যায়, আমি চাই দেশবাসী এটা জানুক যে, দেশের ভেতরে ও বাইরে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল।

এমন অভিযোগের পর ইমরান খানের নিরাপত্তা জোরদারে সংশিষ্ট কর্তৃপক্ষকে নিদের্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর আগে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বিষয়টি অবহিত করলে প্রধানমন্ত্রী পিটিআই প্রধানকে ‘সর্বোচ্চ নিরাপত্তা’ প্রদানের জন্য নির্দেশ দেন।

জানা গেছে, ইমরানের বাসভবনের নিরাপত্তায় ৯৪ জন পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি) কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া ইমরান খান কোথাও গেলে সেক্ষেত্রে তার গাড়ি বহরের সঙ্গে আরও চারটি পুলিশের গাড়িসহ ২৩ জন সদস্য এবং পাঁচজন এফসি সদস্য যুক্ত থাকার নির্দেশনাও রয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন