জামিন পেলেন সেই ‘টিকটক অপু’

মারধরের মামলায় গ্রেফতার টিকটক ভিডিও নির্মাতা ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাইকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন অর রশিদ এ আদেশ দেন।

আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৩ আগস্ট টিকটক অপু ও তার সহযোগী নাজমুলকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

এরপর অপুকে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজ তালুকদার তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে অপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট উত্তরা ছয় নম্বর সেক্টরের আলাওল এভিনিউয়ে রাস্তায় আড্ডায় দেওয়ার সময় রাস্তা ছাড়তে হর্ন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মামারিতে জড়ান অপু ও তার সহযোগিরা।

গত ৩ আগস্ট মারামারি ও ছিনতাইয়ের অভিযোগ উত্তরা পূর্ব থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অপু ও সহযোগী নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।

টিকটক অপুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি। অপু বর্তমানে দক্ষিণখান এলাকার একটি বাসায় থাকতেন।