জামিনে মুক্তি পেলেন রাণীনগরের বিএনপির ৭ নেতাকর্মী

রাণীনগর প্রতিনিধি:
বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় জামিনে মুক্তি পেলেন নওগাঁর রাণীনগর উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মী। বুধবার সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান। গত ১০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আইনজীবী সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীরা হলেন, রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, যুগ্ন আহ্বায়ক মোসারব হোসেন, সদস্য নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান বেলাল ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মণ্ডল।

জানা গেছে, গত বছরের ২ নভেম্বর রাণীনগর উপজেলার বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় গত ৫ মার্চ তাদের ৭ জনকে গ্রেফতার দেখানো হয়।

হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।