জাপান সাগরে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে আবারও তিনটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি শনিবার সকালে ছোড়া হয়েছিল স্থানীয় সময় সকাল আটটায়, দ্বিতীয়টি ছোড়া হয় আনুমানিক ৮টা চৌদ্দতে এবং তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এর এক মিনিট পরেই।

এরমধ্য দিয়ে বছরের শেষ দিনও মিসাইলের পরীক্ষা চালিয়ে ওই অঞ্চলে উত্তেজনা অব্যাহত রাখল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আজ শনিবার, ৩১ ডিসেম্বর এই খরব জানা যায়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার এই ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, জাপান, অন্যান্য অঞ্চল, আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ’

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে বলেছে, তাদের সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র : আল জাজিরা।