জাপানে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা

করোনাভাইরাস রোধে আগামী ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ রাখার ঘোষণা দিয়েছে জাপান সরকার। এক মাসের জরুরি অবস্থা শেষ হওয়ার পরই তা ফের ২৪ দিন বাড়ানো হয়েছে দেশটিতে।

সোমবার সরকারের বিশেষ প্যানেলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবে বলেন, আগামী ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। সবকটি প্রদেশে যেভাবে জরুরি অবস্থা চলছিল, ঠিক একই নিয়মে চলবে। আর এই সময়ের মধ্যে জরুরি অবস্থা পরবর্তী সময়ে করণীয় বিষয় নিয়ে আলোচনা চলবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ৮ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত জাপানে প্রথমবারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

কোভিড ১৯-এ এখন পর্যন্ত জাপানে ১৫ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫০০-এর ওপরে মানুষ।

জাপানে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা অন্য দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় করোনাভাইরাস ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। দেশটির জনসংখ্যার ২৬ দশমিক ৭ শতাংশেরই বয়স ৬৫ বছরের বেশি।

জাপানের প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতা ছিল না। গত মাসে সংসদে এক বিলে জরুরি অবস্থা জারির বিল পাস হয়। এর পরই সরকার দেশের প্রয়োজনে এ ঘোষণা দেয়ার ক্ষমতা পায়।

সরকার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার অনুরোধ করলেও জাপানের আইনে জরুরি অবস্থা না মানার ক্ষেত্রে জরিমানা কিংবা শাস্তির বিধান না থাকায় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে ছেদ পড়েনি।

 

সুত্রঃ যুগান্তর