‘জানি ওরা আমাদের ওপর শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে’

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা খুবই বাজে। এখানকার মাটিতে এখনও পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশের। সেটা যে কোনো ফরম্যাটেই হোক। এবার সে আক্ষেপটা ঘোচানোর লক্ষ্য টাইগারদের। অধিনায়ক তামিম ইকবাল, কোচ রাসেল ডোমিঙ্গো কিংবা সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানরা জোর দিয়েই বলেছেন, ওয়ানডেতে অন্তত একটি ম্যাচ হলেও জিততে চান তারা।

তবে, প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে না হলেও বাইরের মাঠে বাংলাদেশের রেকর্ড কিন্তু খারাপ নয়। ২০১৯ বিশ্বকাপেও ইংল্যান্ডের মাটিতে প্রোটিয়াদের হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এছাড়া নিজেদের ঘরের মাঠেও প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞতা আছে।

এ কারণে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, এখানে খেলাটা খুব চ্যালেঞ্জিং হবে। কারণ, প্রোটিয়ারা সর্বশক্তি নিয়ে খুব শক্তভাবে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। সেঞ্চুরিয়নের মাঠ ছোট, এখানে রান হয় অনেক বেশি। তবে এসব পরিসংখ্যান-টরিসংখ্যান কাজে আসবে না, যদি না মাঠে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা না যায়।

তামিম ইকবাল বলেন, ‘নরমালি এখানে ওয়ানডে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই যেমনটা আপনারা বললেন। এখানে খেলাটা তাই বেশ চ্যালেঞ্জিং হবে সত্যি। এই একটা মাঠ, আমি যদি এখানে পরিসংখ্যানের হিসেবে যাই, তো দেখতে পাব যে এখানে খুব রান হয়। কারণ মাঠের সাইজ একটু ছোট ও আউটফিল্ড খুব ফাস্ট।’

‘তো পরিসংখ্যানের দিকে তাকালে বলতেই হবে এটা রানের মাঠ। পাশাপাশি আমাকে এটাও স্বীকার করতে হবে যে যতই পরিসংখ্যান দেখি না কেন আমাদের মাঠে ভাল করতে হবে।’

এই চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন জানিয়ে তামিম বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। আমরা জানি ওরা আমাদের ওপর শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে, কোন সন্দেহ নেই। তো এই দিকটায় আমাদের ভালভাবে হ্যান্ডেল করতে হবে।’

নিজেদের ভালো স্মৃতিগুলো স্মরণ করে শক্তি অর্জন করতে চান তামিম। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা ওদের সঙ্গে ভাল খেলেছি যেমন বিশ্বকাপে। আর আমি বিশ্বাস করি যে এখানে ভাল করতে না পারার কোন কারণ নেই। তবে আমি যত কিছুই বলি না কেন দেখতে হবে কাল আমরা শুরুটা কেমন করি। সবচেয়ে গুরুত্বপূর্ণণ বিষয় হবে কালকের শুরুটা।’

দক্ষিণ আফ্রিকা সফর সব সময়ই কঠিন হয় জানিয়ে তামিম বলেন, ‘আমরা এখন যে বিষয়টা নিয়ে ফোকাসড তা হল আমরা জানি দক্ষিণ আফ্রিকা সবসময়ই আমাদের জন্য কঠিন সফর হয়। আমরা চাই এই ব্যাপারটা পরিবর্তন করতে। এর জন্য যেটা করতে হবে যে আমাদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সাহসী হতে হবে।’

 

সূত্রঃ জাগো নিউজ