জাতীয় শোক দিবসে রাসিকের নানা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সিটি কর্পোরেশনের আয়োজনে এ উপলক্ষে সকালে নগরভবন ওয়ান স্টপ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর শাহ আজম শান্তনু। বক্তব্য দেন, রাসিকের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, সচিব মোঃ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহাম্মদ মামুন।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭৫ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে শাহাদতবরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। জাতীয় শোক দিবসে জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করার আহবান জানান তারা।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম লাবু ও বিভিন্ন শাখার কর্মকর্তা এবং সর্বস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ আবুল খায়ের।

এর আগে সকালে রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক র‌্যালীতে অংশগ্রহণ করেন। পরে নগর ভবন চত্ত্বরে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

বিকালে  এ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে সিটি কর্পোরেশন। নগর ভবন ওয়ানস্টপ বুথ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিশুদের পুরষ্কার তুলে দেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হোদা।

স/শা