জাতীয় পার্টিই হবে আগামী দিনের রাজনীতিতে বড় ফ্যাক্টর: অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহিলা পার্টির সভানেত্রী এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারণ করে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে। জাতীয় পার্টিই হবে আগামী দিনের রাজনীতিতে বড় ফ্যাক্টর। মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ভরসার যায়গা।

সোমবার গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন করেছেন। উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। নানা ক্ষেত্রে সংস্কার করেছেন। দেশের মানুষ তাই এরশাদকে এখনও মনে রেখেছে। আগামীতেও মনে রাখবে। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, পল্লবী থানার সভাপতি আমানত হোসেন আমানত, মীরপুর থানার সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, দারুস সালাম থানার সভাপতি হাসান হামিদ, শাহ আলী থানার সভাপতি মাহফুজ মোল্লা, কাফরুল থানার সভাপতি শামসুল হক, রামপুরা থানার সভাপতি কাজী আবুল খায়ের।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে প্রেসিডিয়াম সদস্য নাজমা আখতার এমপি, ভাইস-চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম-মহাসচিব সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, জসীম উদ্দিন ভূঁইয়া, নির্মল দাস, শেখ মাতলুব হোসেন লিয়ন, ফখরুল আহসান শাহজাদা, ডা. সেলিমা খান, মাহমুদুর রহমান মুন্নি, তাসলিমা আকবর রুনা, সীমানা আমির প্রমুখ উপস্থিত ছিলেন।