জাতীয় নারী ক্রিকেটার চামেলীকে দুই লাখ টাকা দিলেন বাদশা

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসার জন্য জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার চামেলী খাতুনকে দুই লাখ টাকা দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। আজ সোমবার সকালে তিনি ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন চামেলীকে দেখতে গিয়ে বাদশা ব্যক্তিগতভাবে তাকে এই অর্থ সহায়তা করেন।

বিষয়টি নিশ্চিত করে চামেলী খাতুন বলেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা আমাকে দুই লাখ টাকা ব্যক্তিগতভাবে অনুদান দিয়েছেন। আমার পুরো পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞ।

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মাঠ কাঁপিয়েছেন রাজশাহীর চামেলী খাতুন। এক যুগ ধরে জাতীয় দলকে সার্ভিস দিয়ে আসা চামেলীর মাঠের সঙ্গে সম্পর্কের ছেদ পড়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায়। এ ছাড়া তার মেরুদ-ে দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে শরীরের ডান দিক।

সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হলে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন। তার নির্দেশনায় চামেলীকে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

স/অ