জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ফাইনালের আগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আবেগঘন বার্তা পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এখন পর্যন্ত পাঁচ বিশ্বকাপ খেললেও একবারও তিনি ছুঁতে পারেননি শিরোপা। নিজের শেষ বিশ্বকাপে সেই খরা ঘোচাতে মরিয়া এ তারকা ফুটবলার।

মনিকা লিখেছেন— ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি মেসি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ। কখনো বদলে যেও না। তোমার জীবনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি।

তিনি আরও লিখেছেন— এত এত বিপর্যয়ের মাঝে আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটি আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটি আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।

মেসি সফলতার দিক দিয়ে পাহাড়সম উচ্চতায় পৌঁছে গেলেও মনে রেখেছেন ঠিকই মনিকাকে। গত বছর এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্কুলজীবনের কোনো শিক্ষকের কথা তার মনে আছে কিনা।

মেসি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিলেন, আমার মনে আছে মনিকা ডোমিনার কথা। তিনি আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সূত্র: যুগান্তর