জয়পুরহাটে ১০ স্বর্ণের বারসহ আটক ৩ 

সিল্কসিটি নিউজ ডেস্ক :
এ সময় স্বর্ণ ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড এবং বাংলাদেশি ৪৯ হাজার ৩০ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।

জব্দকৃত ১০টি স্বর্ণের বারের মোট ওজন এক কেজি ১৬৬.৪০ গ্রাম। যার মূল্য প্রায় এক কোটি ১২ লাখ ছয় হাজার ৪১৯ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় অভিযান চালিয়ে তিন চোরাকারবারিকে আটক করে। এসময় তাদের কাছে স্বর্ণের বড় এ চালানটি পাওয়া যায়।

এ ঘটনায় মামলা দিয়ে আটক তিনজনকে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।