জয়পুপুরহাটে বিএসটিআই’র অভিযানে জরিমানা আদায়, দুটি মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের উদ্যোগে জয়পুরহাট জেলা সদরে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায়  মোবাইল কোর্ট পরিচালিত হয়। আজ রোববার এ অভিযান চালায় বিএসটিআই। অভিযানে দুইটি মামলা ও ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে

বিএসটিআ ‘র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিএসটিআই’র নিষিদ্ধ পাকিস্তানি ব্রান্ড এর স্কিন ক্রীম বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) জয়পুর হাটের মৌসুমি মার্কেটে অবস্থিত মা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ব্রেড ও বিস্কুট এর সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে একই আইনের ধারায় ২) স্টেশন রোডের মা ফুডস  প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও ২টি মামলা দায়ের  করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ-আল-মাহবুব। প্রসিকিউটর হিসেবে  ছিলেন রাজশাহীর ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।