জম্মু-কাশ্মীরে ৬৩৮০ শিক্ষার্থীকে ইনকাম সার্টিফিকেট প্রদান

মধ্য কাশ্মীরের গেন্ডারবাল অঞ্চলের সব শিক্ষা জোনের জন্য একটি মেগাক্যাম্পের আয়োজন করেছিল শিক্ষা ও রাজস্ব বিভাগ। যেখানে ভারত সরকারের চলমান জন-অভিযান যোজনায় বেশির ভাগ যোগ্য প্রার্থী এবং শিক্ষার্থীর মধ্যে ইনকাম সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর জিএমএস চাতারগুল পেইন, এমএস কাঠি ওয়াঙ্গাথ, এমএস বার্নাবুগ, এমএস মারগুন্ড, জিএমএস কঙ্গন, বিএমএস প্রেং, এমএস দুর্পোড়া এবং এমএস হরিপোরায় মূল ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়। আঞ্চলিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে ক্যাম্পে ৬৩৮০ জন যোগ্য শিক্ষার্থীর হাতে ইনকাম সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

গেন্ডারবালের প্রধান শিক্ষা অফিসার এবং উপ-প্রধান শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পের পরপরই সাধারণ মানুষদের মধ্যেও ইনকাম সার্টিফিকেট প্রদান করার কার্যক্রম শুরু হবে।

তাঁরা জানান, বার্নবুগ ৮১৯ জন, চ্যাটারগুলে ১১৪২ জন, কাঠিবাংথয়ে ১০৪৪ জন, হরিপোরায় ৭৭২ জন, আখালে ৬৮৮ জন, মারগুন্ডে ৬৪০ জন, দুর্পুরে ৫০১ জন এবং কঙ্গনের পেনাং এলাকার ৭৭৪ জন শিক্ষার্থীকে ইনকাম সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ