নাটোরে জমির জন্য বৃদ্ধ শ্বশুর-শ্বশুরীকে খাবারে বিষ দিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শ্বশুর-শ্বশুরীকে খাবারে বিষ দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুত্রবধুর বিরুদ্ধে। শনিবার রাত দশটার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় শ্বশুর সুবহান প্রামানিক (৭৫) ও শ্বাশুরী মানিকজান বেগম (৬৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুবাহান প্রামানিকের এর কাছে জমি লিখে নেওয়ার জন্য চাপ দিতো ছোট ছেলে আবু তালেব ও তার স্ত্রী শেফালী বেগম(৩৩)। এ নিয়ে প্রতিদিনই শ্বসুর-শ্বাসুড়ীর সাথে ঝগড়া বাধতো শেফালি বেগমের। আর সেই সূত্র ধরেই শনিবার রাতে খাবারে বিষ দেয় শেফালি। রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে গেলে দুজনেই অসুস্থ্য হয়ে বমি করতে থাকে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। প্রতিবেশীদের অনেকেই দাবী করছেন খাবারে বিষ প্রয়োগ করেই তাদের হত্যা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোবহান প্রাং এর আগে লালপুর থানায় ছেলেদের বিরুদ্ধে একটি জিডি করেছিলেন। তাদের মৃত্যুর পরে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং তার দুই ছেলে নওশাদ(৫০) ও আবু তালেব(৩৫) এবং তাদের স্ত্রীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।