জপানের পর দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন হেইশেন

.জাপানের পর দিক পরিবর্তন করে এখন দক্ষিণ কোরিয়ার দিকে ধাবিত হচ্ছে শক্তিশালী টাইফুন হেইশেন।  আবহাওয়া বিভাগ বলছে, দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি।

সতর্কতা হিসেবে দেশটিতে ৩০০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন চলাচল। জাপানে টাইফুন হেইশেনের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অনেক ঘরবাড়ি।  তবে জাপানের আবহাওয়া বিভাগ বলছে আশঙ্কার চেয়ে কম ক্ষতি হয়েছে। হেইশেনের প্রভাবে জাপানে মোট ৩২ জন আহত হয়েছে। ৮০ লাখের মত মানুষকে এই ঘূর্ণিঝড়ের কারণে নিরাপদ স্থলে সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বাতাসে এরইমধ্যে কোরিয়ার  দ্বীপপুঞ্জ সহ কোরিয়ান উপদ্বীপের দক্ষিণাঞ্চলে প্রায় ৫ হাজার পরিবার বিদ্যৎ বিচ্ছিন্ন হয়েছে। দক্ষিণ কোরিয়ার ফরেস্ট সার্ভিস  এর আগে ভূমিধসের আশঙ্কা করছিল। তবে সময়ের সাথে ঘূর্ণিঝড়টি দূর্বল হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

সূত্রঃ কালের কণ্ঠ