জনতা ব্যাংকের স্বয়ংক্রিয় চালান চালু উপলক্ষে রোড শো

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু উপলক্ষে রাজশাহীতে একটি বর্নাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী এরিয়া অফিসের সামনে থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে এটি বের করে করে ব্যাংকের বিভাগীয় কার্যালয়।

রোড শো’টি নগরীর লক্ষ্মীপুর মোড়, জিপিও, শিক্ষাবোর্ড, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস মোড় হয়ে জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার, সহকারী মহাব্যবস্থাপক নূর আলম, মোকতার হোসেনসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

রোড শো শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার। তিনি সবাইকে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ অন্যান্য সরকারি ফি নিকটস্থ জনতা ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, এসব সেবা চালুর মাধ্যমে জনতা ব্যাংক আরও একধাপ এগিয়ে গেছে।

এএইচএস