জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল কলেজ, ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

 

সোমবার একযোগে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 
সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই এই স্লোগানে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান পুনঃব্যক্ত করেন।

 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম মঞ্জুর রেজা, উপাধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন, প্রফেসর দাউদ হোসেন, ড. মাযহারুল ইসলাম তরু, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. মকবুল হোসেন প্রমুখ।

 
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও অগ্রযাত্রা নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করা হবে। কতিপয় বিপথগামী মানুষ জঙ্গি তৎপরতার মাধ্যমে দেশের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে।

স/শ