‘জঙ্গিদের স্বর্গরাজ্য’ হয়ে ওঠা দেশটির সঙ্গে মুখোমুখি হওয়ার সময় এসেছে: ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান৷ কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে তুলোধনা করল ভারত৷ ‘জঙ্গিদের স্বর্গরাজ্য’ হয়ে ওঠা প্রতিবেশী দেশকে অবিলম্বে দমনের প্রয়োজন রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিল ভারত৷

শনিবার রাতে আফগানিস্তানের রাজধানী শহরের একটি ইন্টার কন্টিনেন্টাল হোটেলে হানা দেয় অন্তত চারজন বন্দুকবাজ৷ তভর সংঘর্ষ চলেছে৷ রবিবার প্রায় ১২ ঘণ্টার পর সেনা অভিযান শেষ করা হয়৷ সংঘর্ষে পাঁচ-ছয় জনের মৃত্যু হয়েছে৷ উদ্ধার করা হয়েছে দেড়শ পণবন্দিকে৷ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার দায় নিয়েছে আফগান তালিবান৷ এই ঘটনার পরই মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারত৷ পাশাপাশি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দিয়েছে ভারত৷

 স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করা হয়৷ কাবুল হামলার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারত৷ পাশাপাশি আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনাও করেছে৷ পাশাপাশি, আফগানের জাতীয় প্রতিরক্ষা বিভাগ এবং নিরাপত্তা রক্ষীদেরও যথেচ্ছ প্রশংসা করেছে ভারত৷

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই ঘটনায় অভিযুক্তদের আফগানিস্তানের পাশাপাশি অবিলম্বে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে ভারতও৷ পাশাপাশি এই সমস্ত সন্ত্রাসী হামলায় যারা মদত দেয় তাদেরও শাস্তির দাবিতে সরব হয়েছে কেন্দ্র৷