জঙ্গিদের রক্তে রাসায়নিক কিছু পাওয়া যায়নি’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাম্প্রতিক সময়ে নিহত ১৮ জন জঙ্গির রক্ত ও ভিসেরার নমুনায় রাসায়নিক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।

বৃহস্পতিবার সাংবাদিকদের সোহেল মাহমুদ বলেন, এই ১৮ জনের রক্ত ও ভিসেরার নমুনা মহাখালীতে পরীক্ষার জন্য পাঠিয়েছিলম, তারা শক্তিবর্ধক কিছু খেয়ে এই জঙ্গি কাজে লিপ্ত হয়েছিল কি না তা জানার ছিল। কিন্তু তাদের রক্তে কোনো রাসায়নিক দ্রব্য পাওয়া যায়নি।

নৃশংস কায়দায় মানুষ হত্যার মাধ্যমে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দেওয়া আইএস জঙ্গিরা ‘ক্যাপ্টাগন’ নামের এক মাদক গ্রহণ করে দিনের পর দিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে গোয়েন্দা ও সমর বিশেষজ্ঞদের সন্দেহের কথা গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ আলোচিত হয়।

সূত্র: কালের কণ্ঠ