ছয় গোল, দুই লাল কার্ডের ম্যাচে জিতল না কেউ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

গোপালগঞ্জে গোটা ম্যাচ জুড়েই ছড়ালো রোমাঞ্চ। একবার মুক্তিযোদ্ধা এগিয়ে যায় তো কয়েক মিনিটের মধ্যেই সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। তবে শেষ দিকে মুক্তিযোদ্ধার দুই ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

গোপালগঞ্জের শহীদ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। লিগের প্রথম পর্ব শেষে ১১ ম্যাচে চার জয়, তিন ড্র ও চার হারে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে সাইফ। সমান ম্যাচে দুই জয়, এক ড্র এবং আট হারে সাত পয়েন্ট নিয়ে দশম অবস্থানে মুক্তিযোদ্ধা।

ম্যাচের নবম মিনিটেই জাপানিজ ফরোয়ার্ড মিসাওয়ার গোলে লিড পায় মুক্তিযোদ্ধা। তবে ২১ মিনিটে সাজ্জাদ হোসেনে গোলে সমতায় ফেরে সাইফ। ছয় মিনিট বাদেই আবারও এগিয়ে যায় মুক্তিযোদ্ধা, গোল করেন দিদারুল আলম। দ্বিতীয় দফা এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি মুক্তিযোদ্ধা। ৩১ মিনিটে রিয়াদুল হাসান রাফির গোলে আবারও সমতা টানে সাইফ। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ৩৫ মিনিটে আমিনুর ইসলাম সজীবের গোলে দ্বিতীয়বারের মত লিড পায় মুক্তিযোদ্ধা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া সাইফ বেশ কয়েকবার আক্রমণে যায়। অবশেষে ৬৩ মিনিটে এমফন সানডের গোলে তৃতীয় দফায় সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। বাকি সময়ে আর গোল করতে না পারলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে শেষ দিকে মুক্তিযোদ্ধার গোলরক্ষক মোহাম্মদ রাজীব ও তারিকুল ইসলাম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

 

সূত্রঃ কালের কণ্ঠ