ছেলে সেজে ক্রিকেট খেলতেন ওপেনার মুর্শিদা

আগামী এক দশক ক্রিকেট দুনিয়া শাসন করবেন এমন সম্ভাব্য ২০ নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

বিশ্বের নামকরা খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা ভবিষ্যতের তারকা নারী ক্রিকেটারের এ তালিকা তৈরি করেছে ক্রিকইনফো।

আর সে তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি। মাত্র দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটা মুর্শিদা এখন বাংলাদেশ ক্রিকেটের অহঙ্কার।

অথচ সেই মুর্শিদাই নাকি নানা প্রতিকূলতা নিয়ে ক্রিকেট খেলা শিখেছেন। ক্রিকেট খেলেন দেখে ভাইবোনদের হাতে পিটুনিও খেয়েছেন।

শুধু তাই নয়; মাঠে নিয়মিত ক্রিকেট খেলতে চুল কেটে ছেলে সেজেছেন।

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় বাড়ি মুর্শিদার। কাজী গোলাম মোস্তফা ও হাওয়া খাতুন দম্পতির ১১তম সন্তান তিনি।

ক্রিকেটে কীভাবে এলেন বিষয়ে মুর্শিদা এক গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলা থেকেই ছেলেদের সঙ্গে নানা ধরনের খেলা খেলতাম। তাদের সঙ্গেই ক্রিকেট খেলা শিখি। সে সময় ছেলেদের মতোই চুল ছোট রাখতাম। স্কুল ব্যাগে রাখতাম ছেলেদের পোশাক। সুযোগ বুঝে কোনো দোকানে গিয়ে স্কুল পোশাক খুলে সেই পোশাক পরে খেলতে নেমে যেতাম। খেলা শেষে আবার স্কুলের ড্রেস পরে বাড়ি ফিরতাম।’

টিভিতে ক্রিকেট খেলা দেখেই এর প্রতি প্রবল আগ্রহ জন্মায় বলে জানান মুর্শিদা।

মাঠে বড়দের খেলা চলাকালীন বল কুড়িয়ে দিতেন। আর বড়দের খেলা শেষ হলেই ছোট ছেলেদের সঙ্গে নেমে পড়তেন মুর্শিদা।

এ জন্য বড় ভাইবোনদের কাছে বকুনি খেয়েছেন। পিটুনিও খেয়েছেন।  এর পরও ক্রিকেট খেলা ছাড়েননি।

খেলাটির প্রতি এমন নিবেদন দেখে অবশেষে বড় ভাই কাজী কেরামত আলী তাকে বিকেএসপিতে ভর্তি করে দেন।

মুর্শিদা জানান, ক্রিকেট খেলার জন্য যে ভাইবোনদের মার খেয়েছি এখন তারাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলে অভিষেক হয় মুর্শিদার। এ পর্যন্ত দেশের হয়ে খেলেছেন পাঁচ ওয়ানডে ও ১০ টি২০। গত ফেব্রুয়ারিতে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।

এ ছাড়া নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা ২৬ বলে ৩০ রানের ইনিংস তাকে চিনিয়েছে আলাদা করে।

আগামীতে নারী ক্রিকেট শাসন করবেন, এমন একটি তালিকায় জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী মুর্শিদা। এই তরুণীকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ বলে আখ্যা দিয়েছে ক্রিকইনফো।

এ তালিকায় আছেন অস্ট্রেলিয়ার পাঁচজন, চারজন ভারতীয়, তিনজন ইংলিশ ক্রিকেটার। এ ছাড়া দুজন করে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের এবং একজন করে শ্রীলংকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের।

ক্রিকইনফোর ভবিষ্যৎ সেরা ২০ নারী ক্রিকেটার

শেফালি ভার্মা (ভারত), সোফিয়া মলিনেক্স (অস্ট্রেলিয়া), লাউরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), সোফিয়া একলেস্টন (ইংল্যান্ড), ইশি ওয়াং (ইংল্যান্ড), শাবিকা গাজনাবি (ওয়েস্ট ইন্ডিজ), অ্যামিলিয়া কের (নিউজিল্যান্ড) জেমি রদ্রিগেজ (ভারত), টাইলা ভ­ামিংক (অস্ট্রেলিয়া), সারাহ গ্লেন (ইংল্যান্ড), নাদন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), রাধা যাদব (ভারত), উমাইমা সোহেল (পাকিস্তান), জর্জিয়া ওয়ারহ্যাম (অস্ট্রেলিয়া), সেনেতা গ্রিমন্ড (ওয়েস্ট ইন্ডিজ), মুর্শিদা খাতুন (বাংলাদেশ), ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), কাভিশা দিলহারি (শ্রীলংকা) ও অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)।

 

সূত্রঃ যুগান্তর