ছেলের খেলা সামনে বসে দেখেন না শচীন, জানালেন কারণ

আগামী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে অর্জুন টেন্ডুলকারকে। শচীনপুত্র ৩০ লাখ রুপিকে যোগ দিয়েছেন মুম্বাই দলে। ভারতের ঘরোয়া ক্রিকেটে খেললেও এখনও সেভাবে ছাপ ফেলতে পারেননি অর্জুন। তবে বাবা শচীন জানালেন, আজ পর্যন্ত কোনো দিন ছেলের খেলা সামনে বসে দেখেননি।

এক সাক্ষাৎকারে এই রহস্য ফাঁস করেছেন শচীন। অর্জুনকে অহেতুক চাপ না দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাটিং কিংবদন্তি। শচীন বলেন, ‘আমার মতে, বাবা-মায়েরা খেলা দেখার সময় সন্তানরা চাপে থাকে। সে কারণেই আমি মাঠে গিয়ে অর্জুনের খেলা দেখতে চাই না। আমি ওকে সেই স্বাধীনতা দিতে চাই যাতে সে ক্রিকেটের প্রেমে পড়ে যায়। যেটা সে করতে চায়, সেটাই করতে দিতে চাই। তাই ওর খেলা সামনে থেকে দেখি না। এতে সে খেলাটার দিকে ফোকাস করতে পারে। ’

তিনি আরো বলেন, ‘আমিও চাইতাম না কেউ আমার খেলা দেখুক। যদি কোনো দিন অর্জুনের খেলা দেখতে চাই, তাহলে লুকিয়ে থেকে দেখব। সে যেন জানতে না পারে আমি মাঠে রয়েছি। কাউকেই জানাতে চাই না। ’

মুম্বাই ইন্ডিয়ান্সের উপদেষ্টা হিসেবে রয়েছেন শচীন। যদি কোনো দিন অর্জুন প্রথম একাদশে সুযোগ পান, তাহলে শচীনের সামনেই হয়তো খেলতে হতে পারে তাকে।

 

সূত্রঃ কালের কণ্ঠ