“ছেলেধরা-কল্লাকাটা” গুজব মোকাবেলায় পুঠিয়ায় মতবিনিময়

পুঠিয়া প্রতিনিধিঃ

সারাদেশে চলমান ছেলেধরা ও কল্লাকাটা গুজব মোকাবেলা করতে রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জরুরি মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন উপজেলা প্রশাসন।

জানা গেছে, জরুরি মতবিনিময় সভায় সারা দেশের ন্যায় পুঠিয়া উপজেলাতেও চলমান ছেলেধরা ও কল্লাকাটা গুজব রোধ করতে জনসাধারনের মাঝে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উন্মুক্ত আলোচনা করে মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে স্কুলে স্কুলে সভা করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও সকল ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও এনজিও কর্মীদের এ ব্যপারে বিশেষ ভুমিকা রাখার আহবান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন ইতিমধ্যে জনসচেতনতা লিফলেট বিতরন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্ব মতামত ব্যক্ত করেন, উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, ওসি সাকিল উদ্দিন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলাবাহী, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স/অ