ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু আজ

সিল্কসিটি নিউজ ডেস্ক

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে আজ রবিবার বিকালে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এ বছর লালন স্মরণোৎসবে লালন মেলা হচ্ছে না। শুধু আলোচনা সভা হবে। সংক্ষিপ্তাকারে আয়োজন থাকলেও এরই মধ্যে লালন শাহের বেশ কিছু ভক্ত ও অনুসারী ছুটে এসেছেন আখড়াবাড়িতে। অন্য বছরগুলোতে উৎসব তিন দিনব্যাপী চললেও এবার হবে মাত্র এক দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা।

একাডেমি সূত্রে জানা গেছে, বাউল ফকির লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতিবছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব করতেন। তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন অনুসারীরা।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, এবারের লালন স্মরণোৎসব রমজান মাসে হওয়ার কারণে কার্যক্রম শুধু একদিন আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।