ছুটি শেষ হলে প্রাথমিকের পরীক্ষা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যে সাধারণ ছুটি চলছে- তা শেষ হওয়ার পর প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা নেয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়েছে।

শনিবার গণমাধ্যমকে এ কথা জানান অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্।

মহাপরিচালক বলেন, করোনার কারণে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘোষিত ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এ অবস্থায় প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা নেয়ার সুযোগ নেই। তবে ছুটি না বাড়লে ছুটি শেষে ঈদের পর প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা নেয়া হবে।

প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ছুটির কারণে পরীক্ষাটি নেয়া যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনা করে ছুটির পর পরীক্ষা নেব। ছুটি শেষ হলে অবশ্যই পরীক্ষা নেয়া হবে। পরীক্ষাটি পরে নিলে কোনো সমস্যা হবে না।