ছাত্র অধিকার পরিষদের কয়েক নেতাকে আটক করেছে পুলিশ

গতকাল মুসল্লিদের ওপর হামলার ও নিহতের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুব অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ রয়েছেন।

আজ শনিবার (২৭ মার্চ) ভাসানী অনুসারী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ শেষ হওয়ার পর তাদের আটক করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সমা‌বেশের শে‌ষ দিকে পু‌লি‌শের সঙ্গে সংগঠনটির নেতাকর্মী‌দের ধাক্কাধা‌ক্কির ঘটনা ঘটে।

এক পর্যায়ে ক‌য়েকজন‌কে আ‌টক ক‌রে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, গতকালের ঘটনায় তারা জড়িত আছে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ করে দেখা হবে। যদি তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়া যায় তাহলে তাদেরকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে।

ভাসানী পরিষদের নেতা কর্মীরা অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে শেষে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে বাধা সৃষ্টি করে এবং পুলিশ আমাদের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

 

সুত্রঃ কালের কণ্ঠ