ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার ২ প্রভাষক

সিল্কসিটিনিউজ ডেস্ক: বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করে বখাটেদের হামলায় দুই প্রভাষক আহত হয়েছেন। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে এদিন বিকালে কলেজ অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুই প্রভাষক হলেন- মুলাদী সরকারি কলেজের ইতিহাস বিভাগের আ. আলীম ও বাংলা বিভাগের হাফিজ আহমেদ। এর মধ্যে আ. আলীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

কলেজ অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, মুলাদী উপজেলার তেরোচর গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে শাওন ফকির কলেজে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করলে বাংলা বিভাগের প্রভাষক হাফিজ আহমেদ প্রতিবাদ করেন। এতে হাফিজ আহমেদের সঙ্গে শাওন হাতাহাতি শুরু করে। এতে হাফিজ আহমেদ আহত হন। ওই সময় কলেজের শিক্ষার্থীরা শাওনকে মারধর করে। এর কিছুক্ষণ পর শাওন তার লোকজন নিয়ে এসে হামলা চালায়। এসময় ইতিহাস বিভাগের প্রভাষক আ. আলীম আহত হন। হামলাকারীরা কলেজের শ্রেণিকক্ষের বেঞ্চ ভাঙচুর করে।

ওসি মো. মতিউর রহমান বলেন, ‘শাওন ফকিরসহ ১০ জনের নামে মামলা হয়েছে। বখাটেদের ধরতে পুলিশের একটি টিম মাঠে রয়েছে।’