ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায় ফের পেছাল

 নিজস্ব প্রতিবেদক  রাজশাহী নগর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ (৪২) হত্যা মামলার রায় পিছিয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)   রায় ঘোষণার দিন ধার্য্য থাকলেও আগামী ৪ মার্চ পুনরায় দিন ধার্য্য করেছেন আদালত।

আজ  বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন। এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ছিল। সেদিন রায় ঘোষণার দিন পিছিয়ে ১৪ জানুয়ারি করা হয়। এর আগে ১১ নভেম্বর আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, নগরীর গুড়িপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১৩ সালের ২৮ অক্টোবর দুপুরে সাবেক ছাত্রলীগ
নেতা ও শিক্ষানবিশ আইনজীবী শাহিন আলম ওরফে শাহিন শাহকে কুপিয়ে হত্যা করেন মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান।
এরপর মামলার প্রধান আসামী তৎকালীন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মুনসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের পর ৩১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।