ছাত্রলীগ নেতা শহীদ ফিরোজ কবিরের ১৩ তম মৃত্যু বার্ষিকী

গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ী ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম ফিরোজ কবিরের আজ ২৪ আগস্ট মঙ্গলবার ১৩ তম মৃত্যু বার্ষিকী। ১৩ তম মৃত্যু বার্ষিকীতে পারিবারিক ভাবে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

সকালে বাড়ীতে কোরআন তেলাওত ও দোয়া মাহফিলের আয়োজন করে ফিরোজ কবিরের পিতা আয়েশ আলী মুন্টু।

পৌর এলাকার রামনগর গ্রামের আয়েশ আলী মুন্টু তৃতীয় ছেলে ফিরোজ কবির।

২০০৪ সালের এই দিনে সালে বিএনপির শাসন আমে অস্ত্র সজ্জিত বিএনপির ক্যাডার বাহিনী পবিত্র রমজান মাসে গোদাগাড়ী জিরো পয়েন্টে পুলিশের উপস্থিতে পিটিয়ে হত্যা করে।

মরহুম ফিরোজ কবিরের বড় ভাই শহিদুল জানান আমার ভায়ের মৃত্যু বার্ষিকীতে আওয়ামীলীগের কোন নেতা খোজ রাখেনি।

ফিরোজ কবির হত্যার ১৩ বছর পেরুলেও ক্যাডার বাহিনী এখন আওয়ামীলীগের ছত্র ছায়ায়। এই নিয়ে এক রকম চাঁপা ক্ষোভ বিরাজ করে শহীদ ফিরোজ কবীরের পরিবারে তবে মুখ খুলে কিছু বলতে পারেন না।

পরিবারের লোকজন জানায় ভোটের সময় নেতারা ফিরোজ কবির কে নিয়ে রাজনীতি করে কিন্তু মৃত্যু বার্ষিকীতে কেউ ভুলেও খোঁজ রাখেন না।

ফিরোজ হত্যার অন্যতম এক হোতাকে এখন আওয়ামীলীগ বিভিন্ন সভা সমাবেশে ঘুর ঘুর করতে দেখা যায়।

শহীদ ফিরোজ কবির স্মরনে এমপি ওমর ফারুক চৌধুরীর প্রচেষ্টায় গোদাগাড়ীর প্রাণ কেন্দ্র শহীদ ফিরোজ চত্ত্বর নামে একটি স্মৃতি চিহৃ স্থাপন করা হয়েছে।

বর্তমানে ফিরোজ কবিরের মামলাটি চার্জ গঠন হয়ে বিচারাধীন অবস্থায় আছে।

স/শ