চেক ডিজঅনার মামলায় গ্রেফতারের ভয়ে আত্মগোপনে!

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে আনোয়ার হোসেন (৩৬)। তার বাড়ি উপজেলার পাকুড়িয়া গ্রামে।

২০১৭ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখে রাজশাহী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিঃ (১) ও আমলী আদালত(২)-এ এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন একই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আব্দুল আলিম। এ মামলা দায়েরের পর থেকে আদালতে হাজির না হয়ে আত্মগোপনে রয়েছেন আনোয়ার হোসেন।

মামলার অভিযোগে জানা যায়, আব্দুল আলিমের পাওনা বাবদ, তাকে কৃষি ব্যাংক বাঘা শাখায় নিজ হিসাবের অনুকুলে ২০১৭ সালের ২০ আগষ্ট ৩ লক্ষ ৭৬ হাজার টাকার চেক দেন আনোয়ার হোসেন। নগদায়নের জন্য একই বছরের অক্টোবর মাসের ৪ তারিখে ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে চেকটি ডিজঅনার করেন ব্যাংক কর্তৃপক্ষ। পরে লিগেল নোটিশ দেওয়ার পর একই বছরের ২৪ অক্টোবর নোটিশটি ফেরত আসে। এর পর পাওনা টাকা আদায়ের জন্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেন আব্দুল আলিম। সমন জারি থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্ত হাজির না হয়ে আত্মগোপনে রয়েছেন আনোয়ার।

এ বিষয়ে তার মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

স/অ