চীনে ইনোভেশন হাব তৈরি করবে ফেইসবুক

সিল্কসিটিনিউজ ডেস্ক: চীনে ইনোভেশন হাব তৈরি করছে ফেইসবুক। স্থানীয় ডেভলপারদের, উদ্যোক্তাদের ও স্টার্টআপের নতুন নতুন উদ্ভাবন ছড়িয়ে দিতে সহায়তা করতে এটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক।

ঝেংজিয়ান প্রদেশে ইনোভেশন হাবটি তৈরির জন্য ফেইসবুকের করা আবেদন গ্রহণ করেছে চীনের ন্যাশনাল এন্টারপ্রাইজ ক্রেডিট ইনফরমেশন পাবলিসিটি সিস্টেম।

এ বিষয়ে ফেইসবুকের মুখপাত্র বলেছেন, চাইনিজ ডেভেলপারদের ও স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সহায়তা করতেই আমরা ইনোভেশন হাবটি স্থাপন করতে চাই।

এর আগে একই ধরণের হাব ভারতে, ফ্রান্সে ও ব্রাজিলেও প্রতিষ্ঠা করেছে ফেইসবুক। শুরুতে চীনের হাবটির মূলধন হবে ৩০ মিলিয়ন ডলার।

ইনোভেশন হাবটির সম্পূর্ণ মালিকানা থাকবে ফেইসবুকের হাতে। অর্থাৎ চাইনিজ কোনো প্রতিষ্ঠানের কাছে এর অংশীদারিত্ব থাকবে না।

চীনে ফেইসবুকের পাশাপাশি গুগল, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট ও টুইটারও নিষিদ্ধ। তাই যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো দেশটির বাজার দখলের জন্য ভিন্ন ভিন্ন উপায় বের করছে। এর আগে গুগল দেশটিতে এআই ল্যাব তৈরি করে।

 প্রতিবেদনটি গ্যাজেটস নাউ অবলম্বনে তৈরী।