চীনকে প্রতিরোধে বৈশ্বিক জোট গঠন করতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র চীনকে প্রতিরোধ করতে একটি বৈশ্বিক জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এছাড়াও চীনকে যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এসব কথা বলেন লন্ডন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

করোনাকে ‘চীনা মড়ক’ আখ্যায়িত করে তিনি বলেন, নোভেল করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং সত্য বলেননি এবং তিনি বাণিজ্যিক সুবিধা নিয়েছেন।

ফাইভ জি মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে হুয়াইকে বাদ দেয়ায় লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন মাইক পম্পেও।

তিনি বলেন, এটি খুবই ভালো সিদ্ধান্ত। কারণ এতে চীনা কমিউনিস্ট পার্টির কাছে ব্রিটিশ তথ্য-উপাত্ত চলে যেতে পারত।

এ সময় চীনকে আগ্রাসক বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, চীন অবৈধভাবে নৌ সীমায় নিজেদের মালিকানা দাবি করছে। হিমালয় অঞ্চলের দেশগুলোকে উত্ত্যক্ত করছে। করোনাভাইরাসের তথ্য গোপন করেছে এবং লজ্জাজনকভাবে এই ভাইরাসকে নিজ স্বার্থে কাজে লাগিয়েছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন