চার নভোচারীকে মহাকাশে পাঠাল নাসা

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ক্রু-৭ মিশনের নেতৃত্বে রয়েছেন আমেরিকান জেসমিন মোগবেলি। সঙ্গে রয়েছেন ডেনমার্কের মোগেনসেন, জাপানের ফুরুকাওয়া ও রাশিয়ার কনস্টান্টিন বোরিসভ।

স্পেসএক্সের ড্রাগন নামে মহাকাশযানটিকে বহন করে নিয়ে যাচ্ছে ফ্যালকন ৯। শনিবার স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থেকে রকেটটি ছেড়ে যায়।

এই উৎক্ষেপণ দেখতে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়। পরে নাসা এক্সে (আগে টুইটার নামে পরিচিত) তাদের যাত্রা শুরুর বিষয়টি জানায়।

ফ্যালকন ৯ রকেট থেকে ড্রাগন ক্রাফটটি আলাদা হওয়ার পরপরই মিশন কন্ট্রোল রুমে উদযাপনের শব্দ শোনা যায়।

ড্রাগন আলাদা হওয়ার পর মোগবেলি বলেন, চার দেশ থেকে আসা চারজন এই যানে রয়েছি। তবে আমরা একটি দল হিসেবে একই মিশনে রয়েছি।