চারঘাট সীমান্তে ইঞ্জিন নৌকাসহ ৩৫০ বোতল ফেনসিডিল আটক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ১ ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর ও শাহপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে একটি ইঞ্জিন নৌকাসহ ৩৫০ বোতল ফেনসিডিল আটক করেছে। সোমবার দিবাগত রাতে এগুলো উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে টহল কমান্ডার হাবিলদার আবুল কালাম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল জেলার চারঘাট থানার ইউসুফপুর পদ্মা নদীর চর এলাকায় টহল পরিচালনা করে। এসময় ১২০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।

 

আটককৃত ফেনসিডিলে আনুমানিক সিজার মূল্য ৪৮ হাজার টাকার। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। এতে করে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।

 

পরে আটককৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগতি করে ধংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।

 

এদিকে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহাপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিলদার আব্দুল হাদির নেতৃত্বে চারঘাটের ইউসুফপুর টাঙ্গন পদ্মা নদীর চর এলাকায় টহল পরিচালনা করে ২৩০ বোতল ফেনসিডিল ১ টি ইঞ্জিনসহ নৌকা আটক করতে সক্ষম হয়।

আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার টাকা। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।

স/আর