চারঘাটে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে খুন, হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক গ্রামে মসজিদের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে খোকন আলী (৩৫) নামে এক ব্যক্তি খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার মোহনপুর উপজেলার মৌপাড়া গ্রামের ওয়াহিদুর রহমান চৌধুরী নামের এক ব্যক্তির বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। আজ শনিবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামির জিয়ারুল ইসলাম (৩৬)। তিনি চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামের মো. আজগর আলীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারঘাট উপজেলায় গত ৮ এপ্রিল শুক্রবার মসজিদের কমিটি গঠন নিয়ে ইফতারের আগে খোকনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত খোকন আলী ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মো. জিয়ারুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও র‌্যাবের ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ/এস