চারঘাটে ভারতীয় ফেনসিডিল ও কারেন্ট জাল আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাটে ভারতীয় ফেনসিডিল ও কারেন্ট জাল আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে চারঘাট থানার ইউসুফপুর সংলগ্ন জাহাঙ্গীরের বাতান নামক এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নায়েব সুবেদার আবু তালেব তার সঙ্গীয় ফোর্স নিয়ে ইউসুফপুর জাহাঙ্গীরের বাতান নামক এলাকায় টহল চালায়। এ সময়  ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ২ টি প্লাস্টিক বস্তা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৮৫ হাজার ২০ টাকা।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল। আটককৃত মাদকদ্রব্য এবং কারেন্ট জাল প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলে জানানো হয়।