চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ দাবি ওলামা পরিষদের

কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ওলামা পরিষদ।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভে যোগ দেন ওলামা পরিষদের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা আল্লামা নূর হোসাইন কাসেমী চামড়া শিল্পকে রক্ষার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান।

তিনি বলেন, কোরবানির পশুর চামড়ায় দেশের অর্থনীতির পাশাপাশি এতিম-গরিবের হক জড়িত। তাই এর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ দাবি আদায় না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলানা শরীফুল্লাহ, মাওলানা ফজলুল করীম কাসেমী প্রমুখ।