চাকরীতে পুন:বহাল স্থায়ীকরণ দাবিতে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক ও বাগমারা প্রতিনিধি:
চাকরীতে পুন:বহাল স্থায়ীকরণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে মিটার রিডারেরা। শুক্রবার রাজশাহী শাহমুখদুম বিনামবন্দরে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হাতে এ স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সদস্যরা।

স্মারকরলিপিতে তারা উল্লেখ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিসংখ্যান মতে ২ কোটি ৮০ লাখ গ্রাহকের জন্য ১৪ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার প্রয়োজন। বর্তমানে কর্মরত আছেন ১০ হাজার। মেয়াদ উত্তীর্ণ মিটার রিডার ও ম্যাসেঞ্জারের সংখ্যা ৪ হাজার। চাকরীচ্যূত হয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। এ দুটি পদে একই সমিতিতে ৯ বছর চাকরী করার পর আবেদনের মাধ্যমে অন্য সমিতিতে ইর্ন্টারভিউ বিহীন নিয়োগ এবং পর্যায়ক্রমে বিভিন্ন সমিতিতে ৫৫ বছর পর্যন্ত চাকরী করার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি। নিয়ম না মেনেই তাদেরকে চাকরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিজ্ঞতা থাকার সত্বেও বিদ্যুৎ সমিতির ডিজিএমগণ নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে ৪৯৪তম বোর্ড সভার সিদ্ধান্তকে বাদ দিয়ে দুই পদ একীভূত করে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা কোটার ভিত্তিতে নিয়োগ দেয়ার পায়তারা করছেন। পূর্বের সভা এবং বর্তমান ৫৮২ তম বোর্ড সভার গৃহীত সিদ্ধান্ত বাতিল করে চাকরীতে পুন:বহালসহ স্থায়ীকরণের দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশের শতকরা ৯০ ভাগ মানুষের ঘরে বিদ্যুতায়ন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। বিদ্যুতের সিষ্টেম লস ৩৫ ভাগ থেকে কমিয়ে এনে ১১ ভাগে নিয়ে আসা হয়েছে। মিটার রিডারদের চাকরী স্থায়ীকরণ না হয়ে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।

তিনি বলেন, মিটার রিডারদের নায্য দাবি সংসদে বারবার উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে নিরাশ করবেন না। পর্যায়ক্রমে সকল দাবির বাস্তবায়ন করা হবে। মিটার রিডারদের চাকরী স্থায়ীকরণ করা হবে।

স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের আহবায়ক এনামুলহকসহ ৮০ টি সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারগণ উপস্থিত ছিলেন।

 

স/শ