চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডে কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী শিক্ষাবোর্ডের দৈনিক কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টায় শিক্ষাবোর্ডের প্রধান ফটকে বোর্ডে নিয়োজিত দৈনিক হাজিরাভিত্তিক (অস্থায়ী) কর্মচারীগণ তাদের চাকরি স্থায়ীকরণের দবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তরা জানান, চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত কালো ব্যাচ ধারণসহ পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে তারা। এসময় ২০-২২ বছরের অস্থায়ী কর্মচারী হিসেবে কাজের ক্ষেত্রে তাদের কষ্টের বিবরণ জানান তারা। তারা এ থেকে পরিত্রাণ চান। তারা তাদের অস্থায়ী চাকুরী অনতিবিলম্বে স্থায়ীকরণের দাবী জানান। এবিষয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিক হাজিরাভিত্তিক (অস্থায়ী) কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মুকুল শেখ, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাহীন এবং মামলার বাদী মো. আল-মামুনসহ রাজশাহী শিক্ষাবোর্ডের ৬২ জন অস্থায়ী কর্মচারী উপস্থিত ছিলেন।

স/শা