চাঁপাইয়ের রঘুনাথপুর সীমান্তে বিট অনুমোদন না দেয়ার দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে গত ১৪২৪ বাংলা সালে উপজেলার বিশ রশিয়া গ্রামের হযরত আলীর ছেলে মনিরুল ইসলাম আবদুল খালেকের নামে একটি বিট/খাটাল অনুমোদন নেয়।

অনুমোদনের ৬ মাস পরে গোয়েন্দা সংস্থার রির্পোটে ওই বিট এলাকা দিয়ে গবাদী পশু আমদানির সঙ্গে অস্ত্র ও মাদক চোরাচালানের অভিযোগ উঠে।

অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রঘুনাথপুর বিট/খাটালটি বন্ধ করে দেয়। কিন্তু ১৪২৫ বাংলা সালে আবারও মনিরুল ইসলাম কালু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রঘুনাথপুর বিট/খাটালটি অনুমোদনের জন্য চেষ্টা করে যাচ্ছেন।

এমতাব্স্থায় রঘুনাথপুর সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এ বিটটি চালু হলে ফের গবাদী পশুর আমদানির সঙ্গে অস্ত্র ও মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে। মুলত এ কারণেই ওই বিট/খাটালটি পুনরায় অনুমোদন না দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স/শ