চাঁপাইনবাবগঞ্জে ৯টি ভারতীয় উট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্তে ভারতীয় ৯টি উট জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে শুক্রবার ভোর ছয়টার দিকে ৭ থেকে ৮ জন চোরাকারবারীরা সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ৯টি উট নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এমন সংবাদের ভিত্তিতে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সোনামসজিদ ও শিয়ালমারা ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় ৯টি উট ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে সোনামসজিদ ক্যাম্পের সদস্যরা ৬টি ও শিয়ালমারা ক্যাম্পের সদস্যরা ৩টি উট জব্দ করে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. রাশেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় শুক্রবার বিকেলে ১০ জনকে পলাতক আসামী করে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ৯টি উট শিবগঞ্জ কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। জব্দকৃত ৯টি উটের মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা হবে বলে বিজিবি জানিয়েছেন।

স/অ