চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপনে শুরু হয়েছে সমীক্ষার কাজ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপনের লক্ষে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম বঙ্গের প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী রেলওয়ের জায়গা পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন হয়ে পাঠানপাড়া পুরাতন রেলস্টেশন পর্যন্ত রেলওয়ের জায়গা ঘুরে দেখেন।

তিনি জানান, পুরাতন রেলস্টেশন হয়ে পুরাতন বাজারের মধ্যদিয়ে মহানন্দা নদীর উপর দিয়ে সোনামসজিদ পর্যন্ত লাইন সংযোগ ভাল হওয়ার কথা ব্যাক্ত করেন।

এ সময় প্রধান প্রকৌশলী চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের ব্যাপারে মতবিনিময় কালে বলেন, আপনাদের এমপি অক্টোপাসের মত সোনামসজিদ পর্যন্ত রেলসংযোগের ব্যাপারে লেগে আছেন। তার প্রচেষ্টায় পরিকল্পনা মন্ত্রানালয় হতে গত ৬ মার্চ ২০১৮ সালে প্রাথমিক অনুমোদন হয়েছে।

প্রধান প্রকৌশলী, জানান চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপনের ডিজাইন, টেনডারে ডকুমেন্ট প্রস্তুত হয়েছে। ৯ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা ব্যায়ে চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ,পঞ্চগড় হতে বাংলাবান্ধা,ডোমরা হতে ভটিমারীর সমীক্ষার কাজ শুরু হয়েছে। আগামী ৩০ জুন ২০১৯ সালের মধ্যে সমীক্ষা সম্পূর্ণ করে কাজ শুরু হওয়ার আশা ব্যাক্ত করেন।

এছাড়াও প্রধান প্রকৌশলী চাঁপাইনবাবগঞ্জে একটি নতুন প্লাটফরম নির্মান, রেল কর্মচারীদের আবাসিক বিশ্রামাগার, ও অতিরিক্ত রেললাইন স্থাপনের ঘোষণা দেন পাশা-পাশি সোনামসজিদ হয়ে আন্তদেশীয় রেলসংযোগের দাবী জানান। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম,পৌরসভার প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম,অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম, স্টেশন ম্যানেজার মোঃ মুনিরুল ইসলাম প্রমুখ।

স/শ