চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় গেলো বানু ওরফে গেলে (৪২) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নারী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকিষ্টপুর মহল্লার মো. তরিকুল ইসলামের স্ত্রী।
মামলার সংক্ষিপ্ত বিরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ আগস্ট রামকিষ্টপুর মহল্লায় তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানে ২৫০ পুরিয়ায় ৩০ গ্রাম হেরোইন ও ১০ গ্রাম ওজনের ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলামের স্ত্রী গেলো বানু ওরফে গেলেকে গ্রেফতার করা হয়। ওইদিনই সদর থানার এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
স/অ